বাংলাদেশ থেকে জাহাজ–বিমান সরাসরি যাবে মালেতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ থেকে মালদ্বীপে সরাসরি জাহাজ ও বিমান চলাচলে মতৈক্য হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর শীর্ষ বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিগগিরই ঢাকা থেকে মালেতে সরাসরি বিমান চলাচল শুরু হবে। চট্টগ্রাম-মালে জাহাজ চলাচলও শুরু হবে অচিরেই।
বিজ্ঞাপন

শীর্ষ বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয় শেখ হাসিনা ও ইব্রাহিম সলিহর উপস্থিতিতে। পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি যৌথ কমিশন গঠন, পররাষ্ট্রসচিব পর্যায়ে যোগাযোগ আরও দৃঢ় করা, মৎস্য ও সামুদ্রিক সম্পদ আহরণে সহায়তা ও সাংস্কৃতিক কার্যক্রম বিনিময় নিয়ে সমঝোতা স্মারকগুলো সই হয়।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বুধবার বাংলাদেশ সফরে আসেন ইব্রাহিম সলিহ।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *