বাংলাদেশ বিমানের বহরে আসছে আরও দুটি বোয়িং

Bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে আরও দুটি বোয়িং এর তৈরি ড্রিমলাইনার উড়োজাহাজ। বোয়িং থেকে দুটি উড়োজাহাজ কিনতে আগ্রহ দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানের বহরে বর্তমানে চারটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার রযেছে। এবার যুক্ত হবে দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে এসব তথ্য জানা গেছে।

১৭ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা ৭৮৭-৮ এনেছি চারটা। ড্যাশ বোম্বার্ডিয়ার আসছে আরও তিনটা। আমরা খবর পেয়েছি, বোয়িং আরও দুটি বিমান বিক্রি করতে চাচ্ছে। কেউ অর্ডার দিয়ে নেয়নি। সুযোগটা আমরা নেবো। আমাদের রিজার্ভ মানি যথেষ্ট ভালো অবস্থায় আছে। আমার মনে হয়, নিজেদের পয়সায় কিনতে পারবো, কোনও সমস্যা হবে না।’

বিমান সূত্রে জানা গেছে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দেশে আনতে সিয়াটলে গিয়েছিলেন বিমানের একটি প্রতিনিধিদল। সেসময় বোয়িং এর প্রতিনিধিরা দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার কেনার জন্য বিমানকে প্রস্তাব দেয়।

চীনা একটি এয়ারলাইনসের অর্ডারে ওই দুটি ড্রিমলাইনার প্রস্তুত করা হলেও পরে তারা তা নেয়নি। দেশে ফিরে বিমানের কর্মকর্তারা বোয়িং এর প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়কে জানান।

পরবর্তীতে বিষয়টি প্রধানমন্ত্রীকেও জানানো হয়। একটি ৭৮৭-৯ ড্রিমলাইনারের দাম দুই হাজার ৪৭১ কোটি টাকা, যদিও বোয়িং এর সঙ্গে এয়ারলাইনসের ক্রয় চুক্তির কারণে দামের কিছুটা হ্রাস-বৃদ্ধি ঘটে। প্রধানমন্ত্রী আগ্রহ প্রকাশ করায় উড়োজাহাজ দুটির ক্রয় সংক্রান্ত তথ্য জানতে বোয়িং এর সঙ্গে যোগাযোগ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *