বাজার থেকে মূলধন উত্তোলনে মানসম্পন্ন কোম্পানিগুলো আসার প্রত্যাশা ডিএসই’র

balaনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা বলেছেন, স্টক এক্সচেঞ্জ মূলত সেকেন্ডারি মার্কেট নিয়ে কাজ করলেও রেগুলেটরদের পরামর্শ অনুযায়ী প্রাক-আইপিও কিছু কাজও করে। ডিএসই’র মূল প্রত্যাশা হলো মানসম্পন্ন কোম্পানি শেয়ারবাজার থেকে মূলধন উত্তোলন করবে। এতে বিনিয়োগকারীরা উপকৃত হবেন।

তিনি আরো বলেন, বর্তমানে এটি শুধু ইক্যুইটিনির্ভর বাজার হলেও আগামীতে অন্যান্য ইন্সট্রুমেন্টের মাধ্যমেও কোম্পানিগুলো পুঁজি উত্তোলন করতে পারবে। আগে এসব ইন্সট্রুমেন্ট চালুর সুবিধা না থাকলেও নতুন ট্রেডিং সিস্টেম চালুর ফলে এ সুবিধা রয়েছে।

সোমবার ডিএসই’র ট্রেনিং একাডেমির উদ্যোগে দুই দিনব্যাপী ‘কন্টিনিউয়িং লিস্টিং রিকোয়ারমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. স্বপন কুমার বালা আরো বলেন, ডিএসই’র ডিমিউচ্যুয়ালাইজেশনের পর পুঁজিবাজার নতুন মাত্রা পেয়েছে। নতুন নতুন মানসম্পন্ন কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে। ডিমিউচুয়ালাইজেশনের পর রেগুলেটরী অ্যাফেয়ার্স ডিভিশন গঠন করা হয়েছে। তাদের কার্যক্রমের মাধ্যমে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।

এ প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে থাকছেন চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্মের পার্টনার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক, তালিকাভুক্ত কোম্পানির পরিচালক, কর্পোরেট অ্যাফেয়ার্স এবং কোম্পানি সচিব, ডিএসই’র প্রধান রেগুলেটরী কর্মকর্তা এবং লিস্টিং অ্যাফেয়ার্স বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

স্টকমার্কেটবিডি.কম/এম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *