বাজার মূলধন বেড়েছে ৫,৬৯১ কোটি টাকা

dseনিজস্ব প্রতিবেদক :

গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৬৯১ কোটি টাকা বা ০.৭৬ শতাংশ। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছিল ৩২৯ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ৩৮৮ টাকা বা ০.১০ শতাংশ।

সপ্তাহের প্রথম কার্যদিবস বাজার মূলধন ছিল ৩ লাখ ২৩ হাজার ৬৬৫ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৭৯৭ টাকা এবং শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৩ লাখ ২৯ হাজার ৩৫৬ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ৯৫৫ টাকা।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ১৫৬ কোটি টাকা, সোমবার ১৮৯ কোটি টাকা, মঙ্গলবার ২৬৫ কোটি টাকা ও বুধবার লেনদেন হয়নি এবং বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২২৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

গত সপ্তাহে ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৮২.৫৪ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ৩.৭৪ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৬.১৫ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির ৭.৫৮ শতাংশ। আগের সপ্তাহে সপ্তাহে ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছিল ৮২.৭৯ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ৩.২৫ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৭.৩৬ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির ৬.৬৯ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় এ সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *