বাণিজ্যিক ব্যাংকের লভ্যাংশ প্রদানের নীতিমালা প্রণয়ন

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকে বার্ষিক লভ্যাংশ (ডিভিডেন্ট) ঘোষণায় নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক সার্কুলার জারি হয়েছে।

জারি করা সার্কুলার অনুযায়ী, মূলধন সংরক্ষণের ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে সর্বোচ্চ ১৫ শতাংশ নগদসহ মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে পারবে ব্যাংকগুলো। ২০১৯ সালের সমাপ্ত বছরের ঘোষিত লভ্যাংশ ৩০ সেপ্টেম্বরের আগে বিতরণ করা যাবে না।

ইতিমধ্যে কোনো ব্যাংক যদি লভ্যাংশ ঘোষণা করে থাকে, সেগুলোর লভ্যাংশের হার যদি এই সীমার বেশি হয়ে থাকে তা সংশোধন করার নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, (করোনা সংক্রমণে) সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে সৃষ্ট চাপ মোকাবেলা করে ব্যাংকগুলো যাতে বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে যথার্থ অবদান রাখতে পারে সে লক্ষ্যে ব্যাংকগুলোর মুনাফা অবণ্টিত রেখে (কার্যত লভ্যাংশ না দিয়ে) মূলধন শক্তিশালী করার মাধ্যমে পর্যাপ্ত তারল্য বজায় রাখা একান্ত অপরিহার্য।

মূলত এবার লভ্যাংশ ঘোষণাকে নিরুৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *