বিএসআরএমকে ২৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে এইচএসবিসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এইচএসবিসির কাছ থেকে ২৯ মিলিয়ন ডলারের বিশেষ ধরনের ঋণ নিতে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিডেট।

বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা। ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এইচএসবিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এইচএসবিসি এ ধরনের ঋণকে বলে ‘সাসটেইনেবিলিটি লিংকড লোন’। কম কার্বন নিঃসরণের মাধ্যমে পরিবেশ রক্ষা করবে, এমন বাণিজ্যিক প্রকল্পে এই ঋণ দেওয়া হয়।

চুক্তি অনুযায়ী বিএসআরএম পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে দক্ষতা অর্জনসহ নির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে ওই ঋণের সুদ ১ শতাংশ হারে কমে যাবে।

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার নির্বাহী পরিচালক মোহাম্মদ আহমেদ আলী, বিএসআরএম চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, এইচএসবিসি ব্যাংকের সোশাল ও কর্পোরেট গভরনেন্স (ইএসজি) সল্যিউশনস ব্যবস্থাপনা পরিচালক জনাথান ড্রিউ এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবউর রহমান ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এইচএসবিসি এর আগে স্কয়ার গ্রুপের একটি সৌরবিদ্যুৎ প্রকল্পে ১১ কোটি ৮০ লাখ ডলার ‘সাসটেইনেবিলিটি লিংকড লোন’ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *