বিএসইসির ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের দূত হলেন সাকিব

sakibবিশেষ প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের দূত হলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

বিএসইসি সূত্রে জানা যায়, বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে সফলভাবে সারাদেশের বিনিয়োগকারী ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা। এরই ধারাবাহিকতায় ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের দূত হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানকে নির্বাচিত করা হয়েছে।

হালনাগাদ তথ্য অনুযায়ী, জুন মাসে উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ৪৩ জন মুখ্য প্রশিক্ষক, ১ হাজার ৩১৭ জন প্রশিক্ষকসহ ৮ হাজার ৭৪৫ জন বিদ্যমান বিনিয়োগকারীকে শেয়ারবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। এ প্রোগ্রামের মাধ্যমে অর্থনীতি ও বিনিয়োগের বিভিন্ন দিক বিনিয়োগকারীরা বুঝতে সক্ষম হবেন। এতে বিনিয়োগকারীরা সচেতন হবেন এবং গুজব ও প্রলোভন থেকে বেরিয়ে আসবেন বলে মনে করছে বিএসইসি।

উল্লেখ্য, বিশ্ব শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহের সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন কর্তৃক ঘোষিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭ আয়োজন করবে বাংলাদেশ। যা আগামী ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *