‘বিকল্প বিনিয়োগ’ আইনের খসড়া অনুমোদন

bsecনিজস্ব প্রতিবেদক :

‘বিকল্প বিনিয়োগ’ আইনের খসড়া অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাতে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (অলটারনেটিভ ইনভেস্টম্যান্ট) রুলস, ২০১৫ এর খসড়া কমিশন সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে জনমত যাচাইয়ে অচিরেই এটি ইংরেজি ও বাংলা পত্রিকায় এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *