বিটকয়েনের মান ৩০ হাজার ডলার ছাড়াল

স্টকমার্কেটবিডি ডেস্ক:

সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মান ৩০ হাজার কোটি ডলার ছাড়াল।

২০২২ সালের জুনের পর সর্বোচ্চে উঠল এ ডিজিটাল মুদ্রাটির মান। চলতি বছরের শুরুতে যে মান ছিল তার তুলনায় ৮০ শতাংশেরও বেশি বেড়েছে বিটকয়েনের মান।

চলতি বছরে বিটকয়েন ঘুরে দাঁড়াতে শুরু করলেও ২০২১ সালে রেকর্ড যে মান অর্জন করেছিল তার চেয়ে বেশ পিছিয়ে রয়েছে এ ক্রিপ্টোকারেন্সি। ২০২১ সালের নভেম্বরে বিটকয়েনের মান রেকর্ড সর্বোচ্চ ৬৮ হাজার ৭৮৯ ডলারে দাঁড়িয়েছিল। তবে ২০২২ সালে যেভাবে পতনের মধ্য দিয়ে গিয়েছে তা বিবেচনায় নিলে ৩০ হাজার ডলার অনেক আশাব্যঞ্জক।

বিশেষ করে গত মাসে তিনটি মার্কিন ব্যাংক বিপর্যয়ে পড়লে ঘুরে দাঁড়াতে শুরু করে বিটকয়েন। অস্থিতিশীল আর্থিক খাতের চেয়ে অনেকের কাছে বিটকয়েন ভালো বিনিয়োগ অপশন হিসেবে হাজির হয়েছে। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *