বিটিআরসিকে ২ হাজার কোটি টাকা দিবে রবি আজিয়াটা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভূক্ত রবি আজিয়াটা লিমিটেড স্পেক্ট্রাম ফি বাবদ ২ হাজার কোটি টাকা দিবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলারিটি কমিশনকে (বিটিআরসি)। কিস্তিতে এসব টাকা প্রদান করবে রবি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানায়, রবি আজিয়াটা ৯০০(ই-জিএসএম) এবং ১৮০০ মেগাওয়ার্টসের স্পেক্ট্রাম ফি নবায়ন করবে। গত ২০ ডিসেম্বর রবি এই ফি নবায়ন করে। ফি বাবদ রবি আজিয়াটা বিটিআরসিকে ২৩৯,৭৭২ মিলিয়ন ডলার বা ২০৩৮ কোটি ৬ লাখ টাকা। (৮৫ টাকা হিসাবে ডলারের দর ধরে)

কোম্পানিটি জানায়, এসব টাকা বিটিআরসিকে আগামী ২০২৫ সালে মধ্যে ৬ কিস্তিতে প্রদান করা হবে।

উল্লেখ্য, রবি আজিয়াটার এই শেয়ার আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “ROBI” এবং সিএসইতে কোম্পানি কোড- ২৭০০৩ নির্ধারণ হয়েছে।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *