বিদেশী বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত হল চীনা শেয়ারবাজার

sangস্টকমার্কেট ডেস্ক :

মুক্তবাজার অর্থনীতির এই যুগে এতদিন পরে হলেও অবশেষে বিদেশী বিনিয়োগকারীদের জন্য খুলে দেওয়া হল চীনা শেয়ারবাজার। এখন থেকে আন্তর্জাতিক বিলিয়োগকারীরা সাংহাই স্টক এক্সচেঞ্জের নিবন্ধিত যে কোন কোম্পানির শেয়ার ক্রয় করতে পারবে। উন্মুক্ত বানিজ্যের পথে অগ্রসর হবার পথে এটিকে চীনের একটি গুরত্বপুর্ন পদক্ষেপ হিসাবে দেখছেন বিশ্লেষকরা।

Aberdeen Asset Management এর এশিয়া বিষয়ক পরিচালক ডোনাল্ড আর্মস্টার্ড বলেন, চায়না এবং বিশ্ব অর্থনীতির জন্য আজ এক উল্লেখযোগ্য দিন। তবে দুসসংবাদ আমেরিকান বিনিয়োগকারীদের জন্য, কেননা আমেরিকান বিনিয়োগকারীরা সরাসরি Shanghai Stock Exchange এ শেয়ার কিনতে পারবে না। তাদেরকে Hong-Kong Stock Exchange এর মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে হবে ।

সুত্র- CNN

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *