বিনা প্রতিদ্বন্ধীতায় পরিচালক হলেন মো: সিদ্দিকুর রহমান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

ডিএসইতে আজ সকাল ১০টা থেকে ৩টা পযর্ন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও নিবার্চন হচ্ছেনা। নিবার্চনে একটি মাত্র পদ ছিল। নতুন পরিচালক হিসেবে মো: সিদ্দিকুর রহমান বিনাপ্রতিদ্ধীতায় নির্বাচিত হন।

আজ ২৪ ডিসেম্বর ডিএসইতে ই-ভোটিং হওয়ার কথা ছিল। ডিএসইর পরিচালক নির্বাচনে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিএসইতে পরিচালক পদে নির্বাচন করতে ইচ্ছুক প্রার্থীরা আগামী ৩ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। মনোনয়নপত্র বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের তালিকা ১৩ ডিসেম্বর প্রকাশ করা হয়। মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা ২০ ডিসেম্বর প্রকাশ করা হয়। তবে মো: সিদ্দিকুর রহমান ছাড়া আর কেই মনোনয়ন দাখিল করেন না।

বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচনে বিজয়ী প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ডিএসই।

মোঃ সিদ্দিকুর রহমান একজন বাংলাদেশী ব্যবসায়ী নেতা। তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি এবং স্টার্লিং স্টক এন্ড সিকিউরিটিজের চেয়ারম্যান।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *