বিনিয়োগ বাড়লেও বৈদেশিক লেনদেন হ্রাস

dseনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জানুয়ারি মাসে বৈদেশিক লেনদেন হয়েছে ৫০১ কোটি ৮৭ লাখ টাকার, যা আগের মাস অর্থাৎ ডিসেম্বর মাস থেকে ১০২ কোটি টাকা কম। তবে এ মাসে ডিএসইতে বিদেশিদের নিট বিনিয়োগ বেড়েছে। গত বছরের ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসে বিদেশিদের নিট বিনিয়োগ বেড়েছে ৫ দশমিক ৬৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, জানুয়ারি মাসে ডিএসইতে বৈদেশিক লেনদেন হয়েছে ৫০১ কোটি ৮৭ লাখ ৬৯,১২৫ টাকা, যা আগের মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে হয়েছে ৬০৪ কোটি ৭৫ লাখ ১,২৭৫ টাকা। ডিএসইতে জানুয়ারি মাসে বৈদেশিক লেনদেন কমেছে ১০২ কোটি ৮৭ লাখ ৩২,১৫০ টাকা বা ১৭.০১ শতাংশ। ডিএসইতে মোট ৫০১ কোটি ৮৭ লাখ ৬৯,১২৫ টাকার মধ্যে শেয়ার কিনেছেন ৩৬৫ কোটি ৪ লাখ ১৮,৭০৪ টাকার। আর বিক্রি করেছেন ১৩৬ কোটি ৮৩ লাখ ৫০,৪২১ টাকার শেয়ার।

চলতি বছরের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারিতে শেয়ারবাজারে বিদেশিরা মোট ২২৮ কোটি ২০ লাখ ৬৮ হাজার টাকা নিট বিনিয়োগ করেছে। আগের মাস ডিএসইতে বিদেশিদের নিট বিনিয়োগ ছিল ২১৫ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার ২৫১ টাকা। এ হিসাবে জানুয়ারি মাসে বিদেশিদের নিট বিনিয়োগ বেড়েছে ১২ কোটি ২৩ লাখ এক হাজার ৭৪৯ টাকা।

জানুয়ারি শেষে ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের মোট স্থিতি দাঁড়িয়েছে ২২৮ কোটি ২০ লাখ ৬৮,২৮৩ টাকা।

গত ডিসেম্বরে বিদেশী বিনিয়োগকারীরা মোট ৬০৪ কোটি ৭৫ লাখ ১,২৭৫ টাকার শেয়ার লেনদেন করেছেন। এর মধ্যে শেয়ার কিনেছেন ৪১০ কোটি ৩৬ লাখ ৩৩,৭৬৩ টাকার। আর বিক্রি করেছেন ১৯৪ কোটি ৩৮ লাখ ৬৭,৬৭২ টাকার শেয়ার। ফলে ডিসেম্বর শেষে ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের মোট স্থিতি দাঁড়িয়েছে ২১৫ কোটি ৯৭ লাখ ৬৬,১৯১ টাকা। জানুয়ারিতে শেয়ার ক্রয় কমেছে ৪৫ কোটি ৩২ লাখ ১৫,৫৯ টাকার আর বিক্রয় কমেছে ৫৭ কোটি ৫৫ লাখ ১৭,২৫১ টাকার।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *