বিপিডিবির অনুমতি পেল প্যারামাউন্ট বিটিআরসি

paraস্টকামার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে অনুমতিপত্র পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের সহযোগী প্রতিষ্ঠান প্যারামাউন্ট বিটিআরসি এনার্জি।

গত ২৫ জুন কোম্পানিটি বিপিডিবি থেকে এ অনুমতিপত্র দেয়া হয়েছে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে। প্যারামাউন্ট বিটিআরসি এনার্জির ৪৯ শতাংশ শেয়ারের মালিক পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল।
ডিএসই সূত্র জানা গেছে, প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ বিটিআরসি এনার্জির ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হেভি স্পিড ডিজেল ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

প্যারামাউন্ট বিটিআরসির বিদ্যুৎ প্রকল্পটি সিরাজগঞ্জের বাঘাবাড়িতে অবস্থিত। গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকল্পটির পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে।

স্টকামার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *