বিবিএস ক্যাবলসের দর বাড়ার তদন্ত

BBS-2(1)নিজস্ব প্রতিবেদক :

সম্প্রতি শেয়াররাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানা যায় । এ বিষয়ে তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন আগামী ৭ কার্যদিবসের মধ্যে বিএসইসিতে জমা দিতে বলা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন বিএসইসির উপ পরিচালক মো. শামসুর রহমান, সহকারী পরিচালক মো. রাকিবুর রহমান ও ঢাকা স্টক এক্সচেঞ্জের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান চৌধুরী।

জানা গেছে, আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক কমিশন সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সাম্প্রতিক সময়ে কোম্পানির শেয়ারদর অস্বাভাবিক দর বাড়ায় বিবিএস ক্যাবলসকে এ তদন্তের আওতায় রাখা হয়েছে।

উল্লেখ্য,  চলতি বছরের ৩১ জুলাই দেশের দুই শেয়ারবাজারে লেনদেন শুরু করেছে বিবিএস ক্যাবলস। কোম্পানিটি শেয়ারবাজারে যাত্রা শুরুর পর থেকে এর শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে। গত ৩১ জুলাই কোম্পানির শেয়ার দর ছিল ৯০.৩০ টাকা। আজ ২২ আগস্ট সর্বশেষ তা ১৪৬.৯০ টাকার উপরে লেনদেন হয়েছে। এ সময়ে মাত্র ২৩ দিনের শেয়ারদর বেড়েছে ৬২.৬৭ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *