বেতন নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার প্রশ্নে হাইকোর্টের রুল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি তফসিলি বাণিজ্যেক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ন্যূনতম বেতন-ভাতা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি এবং নীতি বিভাগের’ দেওয়া দুটি বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট।

তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে গত ২০ জানুয়ারি দেওয়া বিজ্ঞপ্তির ৩.১, ৩.২, ৩.৭ ও ৩.৮ ধারা এবং এ বিজ্ঞপ্তি সংশোধন করে পরবর্তীতে ১ ফেব্রুয়ারি দেওয়া বিজ্ঞপ্তিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে রুল জারি করা হয়েছে। অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানির পর আজ সোমবার এ রুল দেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

বাংলাদেশ ব্যাংকের দুটি বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টর সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ব্যাংকিং খাতে বিনিয়োগকারী ফরহাদ বিন হোসেন; যিনি সুপ্রিম কোর্টেরও আইনজীবী। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাসুম ও সাইফুর রহমান রাহী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *