বেনাপোলে ৯ মাসে ৪৪০ কোটি টাকার মালামাল জব্দ

8888888888888স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতে সোনা পাচারসহ চোরাচালানীরা নিরাপদ রুট হিসাবে বেছে নিয়েছে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তকে। প্রতিনিয়ত চোরাচালানী পন্য চালান আটক হলেও কোন ভাবে থামছে না। গত নয় মাসে এ সীমান্তে পাচারের সময় প্রায় ৩১ কেজি সোনা উদ্ধার করেছে বিজিবি।

একই সাথে খুলনা ২১বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল ও শার্শা সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কেজি হেরোইন ফেন্সিডিল ২,৩৯,৪৫০ বোতল,গাঁজা ৫৩কেজি, মদ ৪৫,৫০২ বোতল, ইয়াবা ট্যাবলেট ৫৫ লক্ষ ৮২ হাজার, নেশাজাতীয় ট্যাবলেট ৪,লক্ষ ৮৯ হাজার পিসসহ বিভিন্ন প্রকার চোরাচালানী পন্যসহ অবৈধ্য ভাবে সীমান্ত অতিক্রম করে ভারত ও বাংলাদেশে প্রবেশের সময় শিশুসহ ৪৫৫ জন নারী ,পুরুষ কে আটক করেছে ।

আটককৃত পন্যের আনুমানিক মুল্য৪৪০ কোটি টাকা বলে জানায় বিজিবি।চোরাচালানী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বিজিবি এসময় ১৬৯৩ জনকে আটক করে। আজ সোমবার সকালে বেনাপোল সীমান্তের পুটখালী বিজিবি ক্যাম্পে এলাকার সুধীজন ও স্থাানীয় সাংবাদিক নিয়ে অনুষ্ঠিত মাদকদ্রব্য, অস্ত্রও বিস্ফোরক, গবাদি পশু,নারী ও শিশু পাচার,পন্য সামগ্রী চোরাচালানী বিষয়ে এক মত বিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেন ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. ইমরান উল্লাহ সরকার। তবে বিজিবি’র কঠোর অবস্থানের কারণে ২০১৯ সালের প্রথম ছয় মাসের তুলনায় পরবর্তী তিন মাসে সীমান্তে চোরাচালান প্রায় শুণ্যের কোটায় নেমে এসেছে বলে বিজিবি’র এক পরিসংখ্যানে জানা গেছে।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিাত ছিলেন খুলনা সেক্টর কর্মান্ডার কর্ণেল মো. আরশাদুজ্জামান খাঁন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিাত ছিলেন ২১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. ইমরান উল্লাহ সরকার, ২১ বিজিবির উপ-অধিনায়ক মো. সোহেল আহমেদ, শার্শা উপজেলা নির্বাহী অফিসার প‚লক কুমার মন্ডল, এএসপি নাভারন সার্কেল, জুয়েল ইমরান শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মশিউর রহমান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সৈয়দ আলমগীর হোসেন, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন প্রমুখ।

মত বিনিময় সভায় প্রধান অতিথি কর্ণেল মোঃ আরশাদুজ্জামান খাঁন অস্ত্র,মাদক নারী ও শিশু পাচারের ভয়াবহতা তুলে ধরে বলেন,পুটখালী সীমান্ত এক সময় চোরাচালানের স্বর্গ রাজ্যে পরিনত হয়ে ছিল। বর্তমানে বিজিবির কঠোর অবস্থানের কারনে নারী ও শিশু পাচারসহ সব ধরনের চোরাচালান প্রায় শুন্যের কোটায় চলে এসেছে। চোরাচালানসহ সীমান্ত এলাকায় সমস্ত প্রকার অবৈধ কার্যকলাপে বিজিবি জিরো ট্রলারেন্স দেখাবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *