বেশি দরে মাংস বিক্রি করায় কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিটি করপোরেশনের নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাজার মনিটরিং টিমের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ মে) দুপুরে সেগুনবাগিচা কাঁচাবাজারের হাজী আফজাল গোস্ত বিতানের মালিক আফজালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিএসসিসির নির্ধারিত দেশি গরুর মাংসের দাম ৫২৫ টাকা হলেও ওই দোকানে মাংস বিক্রি করা হচ্ছিল ৫৫০ টাকায়। এ অপরাধে তাকে জরিমানা করা হয়।

ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিট্রেট মিজানুর রহমান বলেন, ‘রোজায় বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভেজাল ঠেকাতে আমাদের পাঁচটি বাজার মনিটরিং টিম অভিযানে নেমেছে। অভিযানে এখন পর্যন্ত সুপারশপ আগোরা ও সেগুনবাগিচা কাঁচাবাজার পরিদর্শন করেছি। সেগুনবাগিচা কাঁচাবাজারে বেশকিছু অনিয়ম দেখা গেছে। এর মধ্যে একজন মাংস ব্যবসায়ীকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে দেশি গরুর মাংস বিক্রি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *