বেসামাল হয়ে পড়েছে ইউরোপের শেয়ারবাজার

euস্টকমার্কেট ডেস্ক :

বেসামাল ইউরোপের শেয়ারবাজারকে কিছুতেই যেন শান্ত করতে পারছে না নিয়ন্ত্রকসংস্থারা। একের পর এক প্রনোদনা আর অর্থনৈতিক সংষ্কার সত্বেও স্থিতিশীল হচ্ছে না বাজার।

একদিন সূচক বাড়ছে তো অন্যদিন কমছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। গত সপ্তাহের মিশ্রভাবের পর চলতি সপ্তাহের প্রথমদিনেই সোমবার ভেঙ্গে পড়েছিল বাজার। তবে মঙ্গলবার আশা দেখাচ্ছিল বাজার। বেড়েছিল মোট লেনদেন। এরপর একদিন যেতে না যেতেই বুধবার আবারো সূচক পতন ঘটে বাজারে।

গতকাল  লন্ডন FTSE 100 Index ১.৬৫ পয়েন্ট কমে ৬,৭২৯.৪৯ পয়েন্টে দাড়িয়েছে। এছাড়া CAC 40 Index  ৯.৫৪ পয়েন্ট কমে ৪,৩৭২.৭৭ পয়েন্টে অবস্থান করছে ।

অন্যদিকে Madrid General Index  ৩.৮৪ পয়েন্ট কমে ১,০৭৮.৮৩ পয়েন্টে অবস্থান করছে।বাজারে এই চমর অস্থিতিশীলতায় আবারো নতুন পদক্ষেপ নিতে আলোচনায় বসতে যাচ্ছেন ইউরোপের শেয়ারবাজারের কর্তা ব্যক্তিরা।

সূত্র: ব্লমবার্গ

স্টকমার্কেটবিডি.কম/তরিকুল/এলকে/এআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *