বেসিকের বাচ্চুকে তৃতীয় দফায় দুদকের জিজ্ঞাসাবাদ

basicস্টকমার্কেট প্রতিবেদক :

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তার বিরুদ্ধে সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে বাচ্চু দুদক কার্যালয়ে আসেন। দুদক উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য জানান, কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে তাকে জিজ্ঞাবাদ করা শুরু হয়। এর আগে গত ১৭ ডিসেম্বর বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও ‘অসুস্থতার’ কারণ দেখিয়ে তিনি দুদকের কাছে এক মাস সময় চান। কিন্তু দুদক তার আবেদন প্রত্যাখান করে।

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি নিয়ে দুদকের তলবে গত ৪ ডিসেম্বর প্রথমবার হাজির হন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য বাচ্চু। ২০০৯ সালে বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে বাচ্চুকে নিয়োগ দেয় সরকার। ঋণ কেলেঙ্কারির অভিযোগ উঠলে ২০১৪ সালে চাপের মুখে তিনি পদত্যাগ করেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *