বৈদেশিক ঋণ নিতে যাচ্ছে সামিট অ্যালায়েন্স

summitস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পনি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড বৈদেশিক ঋণ সহায়তা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায় যে, কোম্পানিটি ৩ কোটি ৫ লাখ ১০ হাজার ডলার বৈদেশিক ঋণ সহায়তা গ্রহণ করবে। বাংলাদেশী মুদ্রা হিসাবে এর পরিমাণ হচ্ছে ২৩৭ কোটি ৩৬ লাখ টাকা। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ঋণ সংক্রান্ত চুক্তির শর্ত ও প্রয়োজনীয় বিষয়াদির অনুমোদন দেওয়া হয়েছে।

রিভার টার্মিনাল প্রজেক্ট বাস্তবায়নে সামিট অ্যালায়েন্স এ ঋণ গ্রহণ করবে। নেদারল্যান্ডের ঋণদান সংস্থা এফএমও এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি (ইডকল) থেকে এ ঋণ সহায়তা নিবে সামিট অ্যালায়েন্স। এ জন্য প্রতি বছর লাইবরের সঙ্গে আরও অতিরিক্ত ৪.২৫ শতাংশ সুদ দিতে হবে।

তবে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, ঋণচুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে এবং ইতোমধ্যে এটি কার্যকর হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *