বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবির সহযোগিতা প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দাতা সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অগ্রগতি আরও বেগবান করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)সহ সব দাতা সংস্থার সহযোগিতা অপরিহার্য।’

সোমবার শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে বাংলাদেশে এডিবির চলমান প্রকল্পগুলো নিয়েও আলোচনা করেন। এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে দ্রুত অগ্রগতির প্রশংসা করে এডিবির কার্যক্রম আরও সম্প্রসারণ করার কথাও জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।’

মনমোহন প্রকাশ বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করবেন। এডিবির প্রেসিডেন্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাকসেস স্টোরি কিভাবে পৃথিবীর অন্যান্য দেশে প্রয়োগ করা যায়, সে বিষয়ে জানতে আগ্রহী। আলোচনাকালে পরিকল্পনামন্ত্রী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে এডিবির সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এই সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

পরিকল্পনামন্ত্রী বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মসূচি এবং দেশের সার্বিক অর্থনৈতিক সূচকের চিত্র তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতির ধারা অব্যহত থাকলে শিগগিরিই বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে দৃষ্টান্ত স্থাপন করবে।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *