ব্যবসায়ীদের নিকট বাজেট প্রস্তাব চেয়েছে রাজস্ব বোর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী (২০২১-২০২২) অর্থবছরে জাতীয় বাজেট প্রণয়নের জন্য ব্যবসায়ীদের নিকট বাজেট প্রস্তাবনা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে এনবিআরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে চিঠি ও ই-মেইল পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈদ এ মু’মেন এই তথ্য নিশ্চিত করেন।

চিঠিতে বলা হয়েছে, বাজেট তৈরিতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের স্ব স্ব বাজেট প্রস্তাব ‘দ‌্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ‌্যান্ড ইন্ডাস্ট্রিজ’0 (এফবিসিসিআই)-এর কাছে লিখিতভাবে আগামী ৩ মার্চের মধ্যে পাঠাতে হবে।

একইসঙ্গে প্রস্তাবের আরেকটি সফটকপি ই-মেইল nbrbudget2021@gmail.com-এ এনবিআরের প্রধান বাজেট সমন্বয়কারী ও প্রথম সচিব (কর আপিল ও অব্যাহতি) মো. গোলাম কবীরের কাছে পাঠাতেও বলা হয়েছে। এনবিআর প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

এছাড়া, যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি এনবিআরের ই-মেইলে বাজেট প্রস্তাব পাঠাতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *