ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন আনছে না সিএন্ডএ টেক্সটাইলস

C & A Textiles Limitedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিএন্ডএ টেক্সটাইলস লিমিটেডের মালিকানা বদলে করে ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, সিএন্ডএ টেক্সটাইলসের ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে ইঙ্গিত দিয়ে কয়েকটি অনলাইন সংবাদপত্র খবর প্রকাশ করে। এ বিষয়টি নজরে নিয়ে ১০ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির কাছে এর কারণ জানতে চাইলে কোম্পানির ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন আসবে না বলে কোম্পানিটির পক্ষ থেকে ডিএসইকে জানানো হয়েছে।

সংবাদপত্রগুলোর খবরে বলা হয়েছিল, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে। কোম্পানিটির চলমান সংকট উত্তোরনে এ পরিবর্তন আসবে। এক্ষেত্রে দেশের স্বনামধন্য এস.আলম গ্রুপ প্রতিষ্ঠানটির হাল ধরতে যাচ্ছে।

২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সিঅ্যান্ডএ টেক্সটাইলের মুনাফা কমে আগের বছরের চেয়ে অর্ধেক হয়েছে। পরিশোধিত মূলধনের পরিমাণ রয়েছে ২৩৯ কোটি ৩২ লাখ টাকার। ২০১৬ সালে কোম্পানিটি বিনিয়োগাকারীদের ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেয়। এর আগের দুই বছর প্রতিষ্ঠানটি লভ্যাংশ প্রদান করেছে যথাক্রমে ১১ ও ১২ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *