ব্যাংকিং খাত ঘিরে আগ্রহ বেড়েছে শেয়ার বিনিয়োগকারীদের

dseনিজস্ব প্রতিবেদক :

ব্যাংকিং খাত ঘিরে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর। এ খাতের লেনদেনকৃত ৩০টি কোম্পানির মধ্যে ২৪টিরই শেয়ারদর বেড়েছে। ব্যাংকের শেয়ারগুলোর দর গড়ে ১ দশমিক ২০ শতাংশ বেড়েছে। লেনদেনের ক্ষেত্রেও দেখা গেছে, ব্যাংকিং খাতের শেয়ারগুলোর প্রাধান্য। এ খাতে লেনদেন হয়েছে ৪৯ কোটি টাকা। যা ডিএসই’র মোট লেনদেনের ১৯ শতাংশ।

এছাড়া জ্বালানি খাতে লেনদেন হয়েছে ৪৬ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংকগুলো সামনে লভ্যাংশ ঘোষণা করবে। ব্যাংকগুলোর সম্ভাব্য লভ্যাংশের তুলনায় শেয়ারের দাম খুব কম। তাই ব্যাংকের শেয়ারের দিকে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।

এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসের শেয়ার দর বৃদ্ধির পেছনে কোন সংবেদনশীল তথ্য নেই। কয়েকদিন ধরে অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে ডিএসইর পাঠানো নোটিসের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ৫ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে প্রায় ১৮ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *