ব্রেক্সিট: ইইউর প্রস্তাবকে ‘অগ্রহণযোগ্য’ বলছে ব্রিটেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেন বেরিয়ে গেছে বহু আগেই। এখন চলছে ব্রেক্সিট উত্তর বাণিজ্য আলোচনা। এ আলোচনার মাধ্যমে চুক্তি করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন দুই পক্ষের নেতারা। এর মধ্যেই দুই পক্ষই পরস্পরকে মতৈক্যে না পৌঁছানোর শঙ্কার বিষয়ে সতর্ক করেছে।

ব্রিটেনের সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইইউ যেসব শর্ত দিয়েছে তা ব্রিটেনের জন্য অগ্রহণযোগ্য।

দুই পক্ষের আলোচনা শেষে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন। চুক্তি করার বিষয়ে আজ বরিবারের মধ্যে মতৈক্য না হলে আলোচনা পরিত্যাগ করা হবে নাকি আলোচনা চালিয়ে যাওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *