ব্রোকারেজ হাউজ ও কোম্পানিদের পুরস্কার দিবে ডিবিএ

dseনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারকে আরো স্বচ্ছ ও গতিশীল করতে ব্রোকারেজ হাউজ ও কোম্পানিকে সম্মাননা পুরস্কার দেবে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। ডিবিএ সূত্রে এ তথ্য জানা যায়।

সম্মান ও স্বীকৃতি হিসেবে ভালো ১০টি ব্রোকারেজ হাউজ ও কোম্পানিকে এ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
গত ২৭ নভেম্বর ডিবিএ‘র নির্বাচিত নতুন সভাপতির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ সাদেক এবং সহ-সভাপতি খুজিস্তা নুর-ই-নাহরীনসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

ডিবিএ সূত্রে জানা যায়, কমিটির প্রথম সভায় শেয়ারবাজারের উন্নয়নসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়। এ মধ্যে সংগঠনটি সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর ভালো পারফর্মেন্স করছে এমন ১০টি ব্রোকারেজ হাউজ ও কোম্পানিকে ডিবিএর‘র পক্ষ থেকে সম্মাননা সূচক পুরস্কার দেওয়া হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ব্রোকারেজ হাউসের নানা ধরনের সমস্যা (ট্যাক্স, মনিটরিং, আইন, বিধি) সমাধানে কর্মীদের প্রশিক্ষণের দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এসব বিষয়ে শিগগিরই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের(সিএসই) সঙ্গে আলোচনা করবো।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *