ব্রোকার্স এ্যাসোসিয়েশনের নির্বাচন ২০ নভেম্বর

dseনিজস্ব প্রতিবেদক :
ঢাকা স্টক একচেঞ্জের ব্রোকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নির্বাচন আগামী ২০ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসই ভবনে অনুষ্ঠিত হবে। নির্বাচনে ডিবিএ’র ২৪১ সদস্য তাদের ভোট প্রদান করবেন।

ভোটে ১৫ সদস্য নির্বাচিত হবেন। নির্বাচিত ১৫ সদস্য ভোটের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবে। সংগঠন হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর প্রথম নির্বাচন হবে এটি।

ডিবিএ জানায়, নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৭ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। নির্বাচনে আগ্রহী প্রার্থীদের ৮ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। তবে ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোয়নপত্র জমা দেয়া যাবে। ৩ অক্টোবর, ২০১৬ তারিখে প্রাপ্ত মনোনয়নপত্র যাচাইবাছাই করে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন দ্বারা চূড়ান্ত বাছাই শেষে মনোনয়নপ্রাপ্তদের তালিকা আগামী ১৮ অক্টোবর ডিবিএ’র কার্যালয়ে প্রকাশ করা হবে। তবে মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে আগামী ১৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে প্রত্যাহারপত্র জমা দিতে হবে।

নির্বাচনে যোগ্য ভোটাররা তার পরিবর্তে অন্য কাউকে ভোট দেয়ার ক্ষমতা অর্পণ করতে পারবেন। তবে এক্ষেত্রে ১৫ নবেম্বর বিকেল ৪টার মধ্যে প্রক্সি ফর্ম জমা দিতে হবে। এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকার এ্যাসোসিয়েশনের নির্বাচনের জন্য কমিশন ও আপীল বোর্ড গঠন করা হয়েছে।

তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন হারুন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ। কমিশনের অন্য দুই সদস্য হলেন, গ্লোব সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান ও এম এ্যান্ড জেড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর উদ্দিন আহমেদ।

আপীল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে আলী সিকিউরিটিজের চেয়ারম্যান এম আকবর আলীকে। তিন সদস্যবিশিষ্ট আপীল বোর্ডের বাকি দুই সদস্য হলেন, মার্চেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন ও ফনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদের চৌধুরী।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *