ব্লক মার্কেটে লেনদেন ১১১ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৫৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১১ কোটি ৩৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ফরচুন সুজ ১০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আলআরাফাহ্ ইসলামী ব্যাংক ৫ কোটি ৮১ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-আমান কটন, আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, এসোসিয়েটেড অক্সিজেন, এশিয়া ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বে লিজিং, বিডি ফাইন্যান্স, বিডি থাই, বার্জার পেইন্টস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ডিবিএইচ, ডাচ বাংলা ব্যাংক, ইজেনারেশন, এমারেল্ড অয়েল, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, আইসিবি, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, লুব-রেফ বিডি, ম্যাকসন্স স্পিনিং, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মোজাফফর হোসাইন স্পিনিং, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ফিড, এনআরবিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, এস আলম, সালভো কেমিক্যাল, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, এসকে ট্রিমস, সোনালী পেপার, স্কয়ার ফার্মাও তাওফিকা ফুড।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *