ব্লক মার্কেটে লেনদেন ৫৪ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৮ লাখ ৫ হাজার ২৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৪ কোটি ১১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

প্রভাতী ইন্স্যুরেন্স ৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বেক্সিমকো ফার্মা ৫ কোটি ৭৫ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিস, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট, বিডি থাই, বার্জার পেইন্টস বাংলাদেশ, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ডাচ-বাংলা ব্যাংক, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস লিমিটেড, জেনারেশন নেক্সট ফ্যাশানস, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইনডেক্স এগ্রো, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, কাট্টালি টেক্সটাইল, লংকা বাংলা ফাইন্যান্স, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, মীর আক্তার, নিউ লাইন ক্লোথিংস, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ণ ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, আরডি ফুড, রিপাবলিক ইন্স্যুরেন্স, সায়হাম কটন মিলস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, সোনালি পেপার, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এসএস স্টীল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *