ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ২২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৪ লাখ ৫৭ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৯৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইস্টার্ণ ইন্স্যুরেন্স ৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ব্রাক ব্যাংক ২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম আইবিবিএল মিউচ্যুাল ফান্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, জিকিউ বলপেন, গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ইম্পোলয়েজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জনতা ইন্স্যুরেন্স, কোহিনুর কেমিক্যাল, ন্যাশনাল ফিড, নিটল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সায়হাম কটন, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ও এসকে ট্রিমস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *