ব্লক মার্কেটে ১৪ কোটি টাকা লেনদেন

blockস্টকমার্কেট ডেস্ক:

ব্লক মার্কেটে সোমবার মোট ৯ কোম্পানি ও এক মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৩১ লাখ ৬৩ হাজার ৩০৫টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১৪ কোটি ৬৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন করেছে আইসিবি সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ড। এই ফান্ড ১৪ লাখ ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ কোটি টাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৬ লাখ ২৮ হাজার ৬০৫টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা। ইস্টার্ন হাউজিং ৩ লাখ শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি টাকা। ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে – ব্যাংক এশিয়া, বার্জার পেইন্টস, ডেল্টা লাইফ, ইস্টার্ণ ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, স্কয়ার ফার্মা ও উত্তরা ফিন্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *