ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৩৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ২৯ লাখ ৫৬ হাজার ১৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৩ কোটি ২৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইফাদ অটোস লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বেক্সিমকো ফার্মা ৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, একমি ল্যাব, অ্যাডভেন্ট ফার্মা, অগ্নি সিস্টেমস, বারাকা পাওয়ার, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, বিএসআরএম স্টিল লিমিটেড, বেক্সিমকো ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, ড্রাগন সোয়েটার, জেএমআই সিরিঞ্জ, এমএল ডাইং, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, রিং শাইন, রূপালী ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, এসকে ট্রিমস, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড সিরামিকস, সানলাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফিন্যান্স, ইউনাইটেড পাওয়ার, ভিএফএস থ্রেড ডাইং ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *