ব্লক মার্কেটে ৬ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে মোট ৩৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২০ লাখ ৩১ হাজার ২১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ২১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবা ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সিঙ্গারবিডি লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এনসিসি ব্যাংক ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ডেল্টা ব্রাক হাউজিং ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, অ্যাডভেন্ট ফার্মা, অগ্নি সিস্টেমস, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, কনফিডেন্স সিমেন্ট, কপারটেক, ডমিনেজ স্টিল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, আইএফআইসি ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং, মুন্নু সিরামিক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ফিড মিলস, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফনিক্স ফিন্যান্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স,রেনেটা, রিপাবলিক ইন্স্যুরেন্স, সমতা লেদার, সামিট অ্যালায়েন্স পোর্ট, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, সিলকো ফার্মা, সিমটেক্স, এসকে ট্রিমস, সোনারগাঁও টেক্সটাইল, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড সিরামিক ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *