‘ব্ল্যাক মানডে’র পর চীনের শেয়ার বাজারে আবার ধস

china-smbdস্টকমার্কেট ডেস্ক :

চীনের শেয়ার বাজারে আজ দ্বিতীয় দিনের মত মারাত্মক দরপতন অব্যাহত ছিল। আজ দিনের শেষে সাংহাই স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক সাতে সাত শতাংশ পড়ে গেছে।

এর আগে গতকাল সোমবার শেয়ারের দরপতন ঘটে সাড়ে আট শতাংশ। ২০০৭ সালের পর সাংহাই এর শেয়ার বাজারে এক দিনে এত বড় দরপতন আর হয়নি। জাপানের নিক্কেই সূচকও আজ প্রায় চার শতাংশ কমে গেছে।

তবে এশিয়ার শেয়ার বাজারের প্রভাব আজ ইউরোপে এবং অস্ট্রেলিয়ায় ততটা প্রভাব ফেলতে পারেনি। সোমবারের বিরাট ক্ষতি কিছুটা পুষিয়ে ইউরোপের প্রধান শেয়ার বাজারগুলো আজ দিনের লেন-দেন শুরু হওয়ার পরপরই চাঙ্গা হয়ে উঠে।

গতকাল সোমবার বিশ্ব জুড়ে শেয়ার বাজারে যে মারাত্মক দরপতন ঘটে, তাকে বিশ্লেষকরা ‘ব্ল্যাক মানডে’ বলে বর্ণনা করছেন। কারও কারও হিসেবে গতকাল একদিনেই বিশ্বের শেয়ার বাজার গুলোতে শেয়ারের দাম অন্তত পঞ্চাশ হাজার কোটি ডলার কমে গেছে।

বিশ্ব পুঁজি বাজারে এই অস্থিরতার জন্য দায়ী করা হচ্ছে চীনের অর্থনীতির বেহাল দশাকে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের প্রবৃদ্ধির গতি শ্লথ হয়ে পড়ছে। শেয়ার বাজারেও সৃষ্টি হয়েছে অস্থিরতা। পরিস্থিতি সামলাতে চীনা কর্তৃপক্ষ গত মাসে কয়েক দফায় তাদের মূদ্রা ইউয়ানের অবমূল্যায়ন করে। এরপর চীনের অর্থনীতি নিয়ে শংকা আরও বৃদ্ধি পায়।

সূত্র : বিবিসি

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *