বড় পুকুরিয়া খনির কয়লার তদন্ত করবে দুদক

1532284691_62স্টকমার্কেটবিডি ডেস্ক :

বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দীন আহমেদ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২০০ কোটি টাকা মূল্যের এক লাখ ১৬ হাজার টন কয়লা খোলাবাজারে বিক্রির অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক শামছুল আলমের নেতৃত্বে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন, সহকারী পরিচালক এ এস এম সাজ্জাদ ও তাইজুল ইসলাম।

দুদকের পরিচালক (গণসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতি ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দীন আহমেদ ও সংশ্লিষ্টরা কয়লা খনির এক লাখ ১৬ হাজার টন কয়লা খোলা বাজারে বিক্রির মাধ্যমে আনুমানিক ২০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই ভিত্তিতে সোমবার এই তদন্ত কমিটি গঠন করেছে দুদক। সূত্র : বাংলানিউজ

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *