ভাতাভোগীকে কোনো ধরনের চার্জ দিতে হবে না শিওরক্যাশে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় দেশব্যাপী বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুবিধা ভাতা দিয়ে আসছে সরকার। আর এই সুবিধাভোগীদের ভাতার টাকা সুষ্ঠুভাবে বিতরণের জন্য অন্যতম মোবাইল ব্যাংকিং সেবা হিসেবে রূপালী ব্যাংক শিওরক্যাশ কাজ করে যাচ্ছে।

শনিবার (৭ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার প্রতিনিয়ত দেশের অসহায় ও বিপন্ন মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বলয়কে সুদৃঢ় করছে। সমাজসেবা অধিদফতরের উদ্যোগে দেশের আট বিভাগের আট ইউনিয়নে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে শিওরক্যাশ বরিশাল বিভাগের ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে সুবিধাভোগীদের ভাতার টাকা বিতরণ করেছে। প্রতি মাসে বয়স্ক ও বিধবারা ৫০০ টাকা এবং প্রতিবন্ধীরা ৭৫০ টাকা করে পাচ্ছেন।

দেশের এই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে শিওরক্যাশ মাঠপর্যায়ে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। সুবিধাভোগীদের কাছে পৌঁছানোর জন্য এলাকাভিত্তিক মাইকিং, পোস্টারিং ও কল সেন্টার সাপোর্টসহ লোকাল এজেন্টদের আরও বেশি সক্রিয় করা হয়েছে। স্থানীয় সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারদের সার্বক্ষণিক সহযোগিতায় সুবিধাভোগীদের ডিজিটালি ভাতার টাকা বিতরন করেছে শিওরক্যাশ।

এ প্রসঙ্গে শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান বলেন, সরকারের এমন একটি ইতিবাচক প্রকল্পের সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত। প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের কাজ চলছে। ইতোমধ্যে ৯০ শতাংশ বিতরণ সম্পন্ন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকেও সুবিধাভোগীরা নিজের শিওরক্যাশ মোবাইল অ্যাকাউন্ট থেকে সহজেই টাকা তুলতে পারছেন।

শিওরক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা উঠানোর জন্য ভাতাভোগীকে কোনো ধরনের চার্জ দিতে হচ্ছে না।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *