ভারতে এন্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের অনুরোধ বাংলাদেশের

999999999999999999999স্টকমার্কেটবিডি ডেস্ক :

সফররত বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী আজ ভারতের বাণিজ্য মন্ত্রীর কাছে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত এন্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

তিনি অধিক হারে বাংলাদেশি পোশাক পণ্য আমদানীতে সহযোগিতা কামনা করে ভারত-বাংলাদেশের মধ্যে অধিক বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরো বৃদ্ধির আহবান জানান।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী ভারতে ডব্লিউটিও’র মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতের বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভুর কাছে এ আহবান জানান। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
জবাবে ভারতের বাণিজ্যমন্ত্রী দু’দেশের মধ্যেকার বিদ্যমান সুসম্পর্কের কথা তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে যে অনুরোধ করা হয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।

বৈঠকে দু’দেশের জনগণের সুবিধার্থে বানিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে উভয় দেশের নেত্ববৃন্দ একমত ব্যক্ত করেন।

একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের মন্ত্রী মুক্তিযুদ্ধের সময় ভারতের সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞা জানান।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *