ভারতে ‘নিষিদ্ধ হচ্ছে ৬টি প্লাস্টিক পণ্য’

plastic-productsস্টকমার্কেটবিডি ডেস্ক :

ভারতে অক্টোবর মাস থেকে ছয়টি প্লাস্টিকজাত পণ্যের উৎপাদন, ব্যবহার ও আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

বিশ্বের সবচেয়ে দূষিত এলাকার তালিকায় থাকা ভারতের শহর ও গ্রামগুলো থেকে ‘ওয়ান-টাইম’ প্লাস্টিকপণ্য তুলে দিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা।

২০২২ সালের মধ্যে প্লাস্টিকমুক্ত দেশ গড়ার ঘোষণা দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে এ পণ্যগুলো নিষিদ্ধে শুরু হওয়া অভিযানের উদ্বোধন করতে যাচ্ছেন বলে দুই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা পণ্যগুলো হচ্ছে- প্লাস্টিকের ব্যাগ, স্ট্র, প্লেট, ছোট বোতল, কাপ ও শ্যাম্পুর মতো পণ্যের ছোট প্যাকেট।

স্টকমার্কেটবিডি.কম/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *