আজ উভয় শেয়ারবাজার বন্ধ

dse cseনিজস্ব প্রতিবেদক :

পবিত্র আশুরা উপলক্ষে আজ মঙ্গলবার সরকারি ছুটির দেশের উভয় শেয়ারবাজারে লেনদেন বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার আরবি মহররম মাসের ১০ তারিখ। হিজরী সালের ১০ মহররম প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হয়রত ইমাম হুসেনকে কারবালার প্রান্তরে হত্যা করে এজিদ বিন মুয়াবিয়া। সেই দিন থেকে মুসলিম সম্প্রদায় শোকাবহ এই দিনটি ধর্মীয় রীতি অনুযায়ী পালন করে আসছে। এ ছাড়া এ দিনটির আরও অনেক তাৎপর্য রয়েছে। এ দিনই পৃথিবীতে প্রথম বৃষ্টিপাত হয়, দীর্ঘ ৪০ দিনের বন্যার পর হযরত নূহ (আ.) এর নৌকা মাটিতে অবতরণ করে। এ দিনে ফেরাউনকে নীলনদে ডুবিয়ে হত্যা করা হয়। হয়রত মূসা (আ.) মানব জাতিকে ফেরাউনের নাফরমানী থেকে রক্ষা করতে করুণাময়ের নির্দেশে হাতের লাঠি দিয়ে মাটিতে আঘাত করলে নীল-নদের মধ্যে একটি রাস্তা তৈরি হয়। সে রাস্তায় শুধুমাত্র মূসা (আ.) নিরাপদে নদী পার হন। আর ফেরাউন সমুদ্রের জলে নিপতিত হয়। এ দিনেই কিয়ামত হবে বলে হাদীসে উল্লেখ রয়েছে।

দিনটি তাৎপর্যপূর্ণ হওয়ায় এ দিন সরকারি ছুটি পালন করা হয়। সরকারি ছুটির কারণে এ দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *