মাইক্রোবাস আমদানিতে শুল্ক প্রত্যাহার চায় বারভিডা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১০ থেকে ১৫ সিটের মাইক্রোবাস আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ও ডিলার সমিতি বারভিডা।

বুধবার (৯ জুন) বারভিডা কার্যালয়ে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার্স অ্যান্ড ডিলার অ্যাসোসিশেনের (বারভিডা) সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম এ দাবি করেন।

তিনি বলেন, রিকন্ডিশন্ড মোটরযান আমদানির ৪৫ শতাংশ অবচয় সুবিধা এবং বছরভিত্তিক অবচয় সুবিধা চেয়েছিলেন, ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তা অন্তর্ভুক্ত করা হয়নি। তাই এই সুবিধা দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

শহীদুল ইসলাম বলেন, নতুন ও রিকন্ডিশন্ড গাড়ির শুল্কায়ন মূল্যে চরম বৈষম্য হওয়ার ফলে অনেক সময় রিকন্ডিশন্ড গাড়ির দাম নতুন গাড়ির চেয়ে বেশি হচ্ছে। ফলে ক্রেতা কমে যাচ্ছে, আমদানি কমছে, ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছে। ২০১৮-১৯ অর্থবছর থেকে ধারাবাহিকভাবে গাড়ি আমদানি হ্রাস পাচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন বারভিডার সভাপতি আবদুল হক, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোহা. সাইফুল ইসলাম, ট্রেজারার আনিসুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোখলেসুর রহমান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *