মাইনুল সোহেলকে হুমকির ঘটনায় সিএমজেএফের উদ্বেগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেলকে হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ জানিয়েছে সিএমজেএফ। সংগঠনের পক্ষে সভাপতি হাসান ইমাম রুবেল ও সাধারণ সম্পাদক মনির হোসেন আজ রোববার (১০ জানুয়ারি, ২০২১) এক বিবৃতিতে এ উদ্বেগ জানান। একইসঙ্গে যারা হুমকি দিয়েছেন, তাদের দ্রুত সনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ মনে করেন, প্রযুক্তিদের কল্যাণে এ ধরনের অপরাধীদের চিহ্নিত করা দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য সময়ের ব্যাপার মাত্র। আর এ ধরনের দুস্কৃতিকারীদের বিচার না হলে স্বাধীন সাংবাদিকতা ও মুক্তগণমাধ্যম প্রতিষ্ঠা সংক্রান্ত সরকারের প্রতিশ্র“তির বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে।
ঘটনার বিবরণে জানা যায় মাইনুল হাসান সোহেল, গত ৮ জানুয়ারি ২০২১, শুক্রবার রাত পৌনে ৮টায় ডিআরইউ থেকে রিকশায় মগবাজার যাওয়ার পথে মৎস ভবনের কাছে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিপরীতে হঠাৎ করে অজ্ঞাতনামা কিছু লোক তার রিকশা আটকে দেয়। তারা সোহেলকে রিকশা থেকে নামানোর চেষ্টা করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে তিনি পাশর্^বর্তী বেসরকারি টিভি চ্যানেল জিটিভি ভবনে প্রবেশ করেন। এ বিষয়ে তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) দায়ের করেছেন। যার নং-৫২৬, তারিখ: ০৯/০১/২১ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *