মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের ৯৬ শতাংশ কাজ সম্পন্ন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের ৯৫.৯ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। কোরিয়ান পসকো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি নির্মাণাধীন এই প্রকল্পটি দক্ষিণ-পশ্চিম এশিয়ার বৃহত্তম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ঢাকার কোরিয়ার দূতাবাস জানায়, জাইকার অর্থায়নে ৭ বছর মেয়াদে ১২০০ মেগাওয়াট এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জাপানের সুমিতোমো, তোশিবা এবং আইএইচআই কোম্পানি কনসোর্টিয়াম হিসেবে সহযোগিতা করছে। এই অঞ্চলের অর্থনীতি বিকাশের অঙ্গীকারের অংশ হিসেবে পসকো প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার স্থানীয় কর্মী নিয়োগ করেছে।

কোভিড-১৯ মহামারির চ্যালেঞ্জ সত্ত্বেও কয়লা বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ ২০২০ সালের মার্চ মাসে শুরু হয়। কোনো প্রকার বিলম্ব ছাড়াই এগিয়ে চলছে প্রকল্পটি। আশা করা হচ্ছে, এর প্রথম ইউনিটটি ২০২৪ সালের জানুয়ারিতে বাণিজ্যিক উত্পাদন শুরু করবে। আর দ্বিতীয় ইউনিটটি চালু হবে একই বছরের জুলাই মাসে।

গত ২০ ফেব্রুয়ারি ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন মাতারবাড়ী প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *