মার্কিন কৃষিজাত পণ্যে চীনকে শুল্ক প্রত্যাহারের আহ্বান ট্রাম্পের

usaস্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বিচ্ছেদের পর (ব্রেক্সিট) মুক্তবাণিজ্য সুবিধা হারাবে যুক্তরাজ্য। ব্রেক্সিট-পরবর্তী এ অর্থনৈতিক হতাশায় ব্রিটেনের পাশে দাঁড়ানোর তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

ইইউভুক্ত রাষ্ট্রগুলোর মতো যুক্তরাজ্যকেও মুক্তবাণিজ্যের স্বাদ দিতে খসড়া প্রক্রিয়া এরই মধ্যে দাঁড় করিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। পাশাপাশি চীনের সঙ্গে চুক্তির বিষয়ে ব্রিটেনকে হুশিয়ারি করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার সিএনএন জানায়, মার্কিন প্রশাসন ১৮ পৃষ্ঠার খসড়া বাণিজ্য চুক্তি প্রস্তুত করেছে। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, ব্রেক্সিট-পরবর্তী এটাই হবে বিশ্বের বৃহত্তম বাণিজ্য চুক্তি।
যুক্তরাজ্যের বাণিজ্য নীতি প্রকল্পের পরিচালক ডেভিড হেনিং বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটি একটি আপসহীন চুক্তি, যেখানে পরস্পরের লাভের উল্লেখ নেই। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কোনো ফায়দা তুলতে চায় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, খুব, খুবই বড় চুক্তি। দ্রুতই এটি সম্পন্ন হতে যাচ্ছে। ব্রিটেনের চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র দেশটির কৃষিপণ্যে অবাধ প্রবেশের অধিকার পেতে চায়। বিনিময়ে ব্রিটিশ পণ্যে শুল্কহ্রাস করবে যুক্তরাষ্ট্র I

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *