মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি : প্রবাসীকল্যাণ মন্ত্রী

ooooস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি। তবে বিদ্যমান প্রক্রিয়া বন্ধ রয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে আগের নিয়মেই লোক পাঠানো যাবে।

মঙ্গলবার সকালে প্রবাসী মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ বিষয়ে কথা বলেন। ১০ এজেন্সি সিন্ডিকেটের বিরুদ্ধে মালয়েশিয়ান সরকারের অভিযোগ- কর্মী নিয়োগের অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এ সম্পর্কে তিনি বলেন, যেসব সিন্ডিকেটের কথা বলা হচ্ছে তা বাংলাদেশ সরকারের নয়, মালয়েশিয়া সরকারের সৃষ্ট। এ বিষয়ে তারা আনুষ্ঠানকিভাবে কোনো অভিযোগ জানায়নি। যে কারণে মালয়েশিয়া সরকারের সঙ্গে আমরা আলোচনায় বসতে পারছি না। সিন্ডিকেটের বিষয়টি পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সহজ হয়।

সৌদি আরবের নারী শ্রমিকদের দেশে ফিরে আসার বিষয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, কিছু নারী শ্রমিককে ফিরে আসতে হচ্ছে। ভাষাগত ও খাওয়ার সমস্যা নিয়ে তাদের চলে আসতে হচ্ছে। অধিকাংশ শ্রমিক অশিক্ষিত এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় এ সমস্যা তৈরি হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *