মাসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে

dseনিজস্ব প্রতিবেদক :

তারল্য সংকট কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরছে দেশের শেয়ারবাজার। এর ফলে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগস্ট মাসে লেনদেন বেড়েছে ৩ হাজার কোটি টাকা। সার্বিক লেনদেন বাড়ার প্রভাব পড়েছে রাজস্ব আদায়েও। ফলে বাজার থেকে সরকারের খাত থেকে রাজস্ব আয় বেড়েছে।

পর্যালোচনায় দেখা গেছে, গত মাসে সবচেয়ে ইতিবাচক দিক হলো দেশী বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীরাও বাজারে ফিরছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র সবশেষ তথ্য মতে, আগস্ট মাসে ডিএসইতে মোট ২৩৪ কোটি ২৮ লাখ ৩৮ হাজার ৯৮৯টি শেয়ার কেনাবেচা বাবদ লেনদেন হয়েছে ৯ হাজার ৬২৯ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ২৫৩ টাকার। যা জুলাই মাসের চেয়ে ৩ হাজার ৫৫ কোটি ৬৭ লাখ ৮০ হাজার ৬৬৮ টাকা বেশি। জুলাই মাসে লেনদেন হয়েছিল ৬ হাজার ৫৭৩ কোটি ৬১ লাখ ৭৩ হাজার ৫৮৫ টাকার।

তথ্য মতে, জুলাই মাসে জুন মাসের তুলনায় ডিএসইতে লেনদেন কমেছিল ১ হাজার ৫৬৪ কোটি ৬৭ লাখ ৭৭ হাজার ৭১৩ টাকার। ওই মাসে ২২৩ কোটি ৬২ লাখ ১ হাজার ২৬৪টি হাতবদল শেয়ারের লেনদেন হয়েছিল ৮ হাজার ১৩৮ কোটি ২৯ লাখ ৫১ হাজার ২৯৮ টাকার।

জানা যায়, বাজারে লেনদেন বাড়াতে করণীয় বিষয়ে দুই স্টক এক্সচেঞ্জ এবং ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশনসহ বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একাধিক বৈঠক করে। বৈঠকে গৃহীত একাধিক প্রস্তাব নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জমা দেয়। পাশাপাশি বিদেশী বিনিয়োগকারীদের কাছ থেকে কৌশলগত বিনিয়োগকারী খুঁজে পেতে উভয় স্টক এক্সচেঞ্জ বিশেষ উদ্যোগ নেয়। ফলে বাজারে তার ইতিবাচক প্রভাব পড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *