মিউচুয়াল ফান্ডের অবসায়ন-রূপান্তরে আপিল বিভাগের রায় ৩১ মে

courtনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারের মেয়াদি মিউচুয়াল ফান্ডের অবসায়ন-রূপান্তর সংক্রান্ত মামলার রায় হবে ৩১ মে। মঙ্গলবার এ মামলার শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ মামলার রায়ের দিন ধার্য করেন।

জানা গেছে, এক বিনিয়োগকারীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর শুনানি শেষে মিউচুয়াল ফান্ডের অবসায়ন ও রূপান্তর ইস্যুতে বিএসইসির প্রজ্ঞাপন ও এর আলোকে প্রদত্ত সর্বশেষ নির্দেশনা অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

পরে এ রায়ের বিরুদ্ধে বিএসইসির আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর সন্ধ্যায় সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী ১০ জানুয়ারি পর্যন্ত ফান্ডের রূপান্তর-অবসায়ন ইস্যুতে স্থিতাবস্থা দেন। পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিতাদেশের পাশাপাশি গত ২৪ মার্চ শুনানির তারিখ নির্ধারণ করেন। এর পরিপ্রেক্ষিতে এইমস-গ্রামীণের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত কয়েকটি ফান্ডেরও রূপান্তর-অবসায়নে নতুন নির্দেশনা দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী গত ২ মার্চ এইমস ফার্স্ট গ্যারান্টেড ও গ্রামীণ ওয়ান: স্কিম ওয়ান মিউচুয়াল ফান্ডের সর্বশেষ লেনদেন হয়। পরবর্তীতে ফান্ড দুটির ট্রাস্টি প্রতিষ্ঠান উপস্থাপিত নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা করে এর অবসায়নের অনুমতি দেয় কমিশন। একই সঙ্গে ফান্ডগুলোর ট্রাস্টি প্রতিষ্ঠানকে ইউনিটহোল্ডারদের প্রাপ্য অর্থ প্রদানে সাত কার্যদিবস সময় বেঁধে দিয়ে ২ মার্চ নতুন নির্দেশনা দেয় বিএসইসি। তবে রিটের চূড়ান্ত শুনানির আগেই অবসায়ন প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেয়ায় আদালতের নির্দেশে অর্থ বিতরণ স্থগিত হয়ে যায় ফান্ড দুটির।

স্টকমার্কেটবিডি.কম/এম/এ/আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *