মিশ্র সূচকে ডিএসইতে লেনদেন ৮৩২ কোটি, সিএসইতে ৪৬

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায়ও লেনদেন সামান্য কমেছে। কমেছে কোম্পানির শেয়ারদর। সেখানে ৮৩২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায়  লেনদেন সামান্য বেড়েছে। এদিন সেখানে ৪৬ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়েছে। এদিন কমেছে শেয়ারদর। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৩২ কোটি ১২  লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪ কোটি ২৫ লাখ টাকা কম। গত বুধবার সেখানে ৮৩৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ২২.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৬১পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ২১০৯ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১২৯টির, কমেছে ১৫৫টির আর অপরিবর্তিত থাকে ৪৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে–  বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, ইবনেসিনা, সলভো সিম, আইএফআইসি ব্যাংক, উত্তরা ব্যাংক, সিএন্ড এ টেক্সটাইলস, যমুনা ওয়েল,  মার্কেন্টাইল ব্যাংক ও সিটি ব্যাংক।

এদিকে, আজ বৃহস্পতিবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৬ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৪ কোটি ৭৩ লাখ টাকা বেশি। গতকাল বুধবার এই লেনদেন ৪১ কোটি ৫১ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬২.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৯৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল  বিবিএস ক্যাবলস ও ওয়ান ব্যাংক ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *