মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞার কথা ভাবছে ইইউ

7e6ccf5bd9da49eec8f8e4772b2261ff-5bb5b7f862deaস্টকমার্কেটবিডি ডেস্ক :

রোহিঙ্গা নিপীড়নের জেরে মিয়ানমারের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মিয়ানমারের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হলে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য ব্লক ইউরোপে দেশটির শুল্কমুক্ত বাণিজ্যসুবিধা তুলে নেওয়া হতে পারে।

ইইউয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞার বিষয়টি ইউরোপীয় কমিশনে আলোচনার পর্যায়ে রয়েছে। মিয়ানমারের লাভজনক বস্ত্রশিল্পও এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। এতে খাতটির হাজারো শ্রমিকের চাকরি ঝুঁকির মধ্যে পড়তে পারে।

খুব শিগগির মিয়ানমারের ওপর ইইউয়ের এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। ইইউ মিয়ানমারকে চাপ দিয়ে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নৃতাত্ত্বিক নিধনযজ্ঞ বন্ধ করতে চায়।

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কি না, এ ব্যাপারে ইইউ ছয় মাসের একটি মূল্যায়ন প্রক্রিয়া চালু করতে পারে। মিয়ানমার যদি মানবিক ও গণতান্ত্রিক লক্ষ্যগুলো পূরণ করে, তাহলে ইইউয়ের সিদ্ধান্তে বদল আসতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *