মূল্য সূচকের রেকর্ডে বীমা খাতের রাজত্ব

dseস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সূচকের বড় ধরনের উত্থান ঘটেছে। বেশ কিছুদিন টানা পতনের পর রবিবার মূল্য সূচকের বড় ধরনের রেকর্ড হয়েছে। আর এদিন টপটেন গেইনার তালিকায় রাজত্ব করেছে বীমা খাতের কোম্পানি। তালিকার ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে বীমা খাতের।

উল্লেখ্য, বাজারে বীমা খাতের মোট ৪৬টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টি বা ৯৮ শতাংশ কোম্পানির।

ডিএসইর তথ্য অনুযায়ী, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড টপটেন গেইনারের শীর্ষে রয়েছে। শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ২১ দশমিক ৫২ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৯ টাকা ২০ পয়সা দরে। কোম্পানির ৭৬ হাজার ৮৩টি শেয়ার ১৩ লাখ ৭৭ হাজার টাকায় লেনদেন হয়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ২ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৩ টাকা ২০ পয়সা দরে। কোম্পানির ১ লাখ ৭ হাজার ২৫৫টি শেয়ার ১৪ লাখ টাকায় লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে থাকা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৪২ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২০ টাকা ৬০ পয়সা দরে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৮ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৪ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৩ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *